সংবাদ শিরোনাম ::
আদিবাসী নেতার বিরুদ্ধের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ২০৪ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আদিবাসী নেতা পরিতোষ মুন্ডার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী যুব পরিষদ। আজ শুক্রবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বক্তারা বলেন আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি পরিতোষ মুন্ডার বিরুদ্ধে ভূমিদস্যু শাহিনুর রহমান মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গণমাধ্যম কর্মী ও আদিবাসী নেতা মুন্ডা কালীদাস রায়, আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাড়কা, হেমন্ত পাহান, বিমল চন্দ্র রায় প্রমুখ আদিবাসী নেতা।