আত্রাই থানার হত্যা মামলার আসামী নলডাঙ্গায় গ্রেফতার

- আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আত্রাই থানার হত্যা মামলার আসামী নলডাঙ্গায় গ্রেফতার
নাটোর প্রতিনিধিঃ
আত্রাই থানার হত্যা মামলার আসামী নলডাঙ্গায় গ্রেফতার। নওগাঁ জেলার আত্রাই এলাকায় হত্যা ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে নাটোরের নলডাঙ্গা থেকে শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু (২৫) নামে মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা পিয়াদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু নওগাঁ জেলার আত্রাই থানার জয়সাড়া (উত্তরপাড়া) এলাকার মৃত লুৎফর শাহ’র ছেলে।
সিপিসি-২, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম ওরফে ছোট ধলুর পরিবারের সাথে একই গ্রামের তার চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চালিয়ে আসছিল। গত ৩ মার্চ বিকেল ৫ টার দিকে এনিয়ে দুথপক্ষের মধ্যে সংঘর্ষে সবুর আলী শাহ নামে প্রতিপক্ষের একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এঘটনায় আত্রাই থানাই একটি মামলা হলে মামলার আসামীরা গা ঢাকা দেয়। আসামীদের মধ্যে শফিকুল ইসলাম ওরফে ছোট ধলু নামে একজন নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা পিয়াদপাড়া গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১ টার দিকে র্যাবের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে মামলার ৬ নং আসামী শফিকুল ইসলাম ওরফে ছোট ধলুকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আত্রাই থানায় সোপর্দ করা হয়।