আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল

- আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গোপন ব্যালটে শনিবার রাতে আটোয়ারী ডিগ্রি কলেজ মাঠে চারটি পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে এজেড এম বজলুর রহমান জাহেদ সভাপতি ও নজরুল ইসলাম দুলাল সাধারন সম্পাদক নি র্বাচিত হন। আগে নির্বাচিত সভাপতি আহবায়ক সাধারন সম্পাদক সদস্য সচিব ছিলেন। অন্য দুটি সাংগঠনিক সম্পাদক পদে বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচিতদর নাম ঘোষনা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্রী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এর আগে দুপুরে কলেজ মাঠে নানা কর্মসূচির মধ্যে প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহম্মদ নওশাদ জমির। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুর খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগন্ম আহবায়ক ও বিএনপির আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ।
এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত শেষ সম্মেলনে আবদুর রহমান সভাপতি ও ফখরুল আলম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলন। ঘটনাক্রমে ২০১৯ সালে উক্ত কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠিত হয়। তখন বজলুর রহমান আহবায়ক ও উপজেলার তোড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কুদরত-ই-খুদা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।জানা যায়, ৩৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।