আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি
- আপডেট সময় : ০৯:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি
আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। এ সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলে ঘোষণা দিয়েছে দলটি। অপরদিকে নির্বাচন ২০২৫ শে হবে, ১০০℅ নিশ্চিত, নির্বাচন ২৫ সেই হবে, এটা ফাইনাল বলে জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বাগাতিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মালঞ্চি রেলগেটের পূর্বপার্শ্বে পেড়াবাড়ীয়া বাজার এলাকায় এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মোশাররফ আরো বলেন, ২০১৪ থেকে ২০২৪ আর বাংলাদেশে আসবে না। বিএনপির ভাইয়েরা আপনারা মানুষকে ভালবাসেন। মানুষের কাছে যান। আপনাদের ভীষণ পরীক্ষা অবতীর্ণ হতে হবে। আগামীর এই নির্বাচন পৃথিবীর ইতিহাসে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। পাশাপাশি গভীর ষড়যন্ত্র, এই সরকারকে নিয়ে। কোন অবস্থায় এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবনা। গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। এই সরকারকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এভাবে তিনি প্রায় ১৪ মিনিট বক্তব্য রাখেন।
এ সময় পৌর বিএনপির সদস্য সচিব মাইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। এছাড়াও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন এবং তোফাজ্জল হোসেন মিঠু প্রমুখ।