ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে- বিএনপি নেতা “দুদু”

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে- বিএনপি নেতা “দুদু”

আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এখন আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে। কোনো জায়গায় কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা শুধু পালিয়েই যায়নি। এ দেশ থেকে তার নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। তিনি বলেন, আন্দোলন এখনও থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এ যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। দেশের শত শত মানুষকে হত্যা করেছে। গুম-খুন হলো আওয়ামী লীগের অস্ত্র।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে- বিএনপি নেতা “দুদু”

আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে- বিএনপি নেতা “দুদু”

আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এখন আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে। কোনো জায়গায় কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা শুধু পালিয়েই যায়নি। এ দেশ থেকে তার নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি। তিনি বলেন, আন্দোলন এখনও থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এ যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। দেশের শত শত মানুষকে হত্যা করেছে। গুম-খুন হলো আওয়ামী লীগের অস্ত্র।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।