অবৈধভাবে সরকারি সার মজুদ ও উচ্চ মুল্যে খুচরা সার বিক্রয় বন্ধে স্বারকলিপি
- আপডেট সময় : ০২:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
অবৈধভাবে সরকারি সার মজুদ ও উচ্চ মুল্যে খুচরা সার বিক্রয় বন্ধে স্বারকলিপি
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ ও অনুমোদন বিহীন সার ব্যবসায়ীগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন গুরুদাসপুর উপজেলা খুচরা সার কার্ডধারী মালিক সমিতি। রোববার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারের কার্যালয়ে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুচরা সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর খুচরা সার কার্ডধারী সমিতির সভাপতি সায়েম সরদার ,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, নাজিরপুর ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহম্দেসহ আরো অনেকে।
গুরুদাসপুর উপজেলা খুচরা সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন,‘ উপজেলাব্যাপী কিছু অনুমোদন বিহীন সার ব্যবসায়ীরা উচ্চ মুল্যে সার ক্রয় করে অতিরিক্ত লাভের আশায় এবং কৃষকদের মাঝে বেশি দামে বিক্রির লক্ষ্যে সার মজুদ করছে। বুরো মৌসুম শুরু হওয়াতে কৃষকের অধিক চাহিদা রয়েছে। এই অবৈধ ব্যবসায়ীদের কারো কাছে কোন জবাবদিহিতা না থাকার কারনে প্রতিনিয়ত কৃষক প্রতারিত হচ্ছে। এগুলো প্রতিকার অতি দ্রুত না করলে বিপদে পরবে সাধারণ কৃষকসহ তারা কার্ডধারী ব্যবসায়ীরাও।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন,‘অবৈধ সার মুজদ ও অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। তারপরও সরেজমীন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।’