অতীতে বাংলাদেশের নির্বাচনের সিদ্ধান্ত আসতো দিল্লী থেকে এবার আমরা ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চাই- রাশেদ প্রধান

- আপডেট সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
অতীতে বাংলাদেশের নির্বাচনের সিদ্ধান্ত আসতো দিল্লী থেকে এবার আমরা ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চাই- রাশেদ প্রধান
জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা)এর সহ সভাপতি ও দলীয় মূখপাত্র রাশেদ প্রধান বলেছেন ‘অতীতে বাংলাদেশের নির্বাচনের সিদ্ধান্ত আসতো দিল্লী থেকে তাই এদেশের মানুষ তাদের ভোট দিতে পারতো না। তাই বর্তমান অন্তবর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নিবার্চন দেখতে চাই। বুধবার (১৮ জুন) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। এসময়
এসময় রাশেদ প্রধান বলেন আমার মরহুম দাদা গমির উদ্দীন প্রধান এই অঞ্চলে র কৃত্বি সন্তান তিনি এমপি ছিলেন, সংসদের স্পীকার ছিলেন। বাবা শফিউল আলম প্রধান এ অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। সেই ধারাবাকিতায় এলাকার মানুষের পাশে থাকতে চাই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তাই আমি আগামীতে জাতীয় নির্বাচন করতে চাই। আপনারা জানেন প্রাথমিক ভাবে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষনা করেছেন। তাই বিভিন্ন অঞ্চলে আমাদের প্রার্থীরা চুড়ান্তের দ্বারপ্রান্তে।
তিনি আরো বলেন, আমরা আগামীর নির্বাচনটা ভারতের প্রভাবমুক্ত , অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ চাই এ জন্য অর্ন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্শন করছি। কারন অতীতে নির্বাচনগুলোর সিদ্ধান্ত আসতো দিল্লী থেকে। আপনারা সচেতন থাকবেন কারন ভারত থাকবে ‘কারন ভারত পুইশন করছে ‘সীমান্তবর্তী আমরা সন্ত্রাসীরা ওখান থেকে এসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরপর আগে উপজেলার ধামোর ও পরে আলোয়াখোয়া ইউনিয়ন সহ অন্যান্য এলাকায় গনসংযোগ করেন তিনি।
গণসংযোগের সময় জেলা জাগপার সহসভাপতি সামসুজ্জামান নয়ন ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, তোড়িয়া ইউনিয়নের সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক রফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।