অতিরিক্ত বৃষ্টিতে মালয়েশিয়ার জহুর রাজ্য বন্যাকবলিত!

- আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৪২৩ বার পড়া হয়েছে
অতিরিক্ত বৃষ্টিতে মালয়েশিয়ার জহুর রাজ্য বন্যাকবলিত!
নিউজ ডেস্কঃ
অতিরিক্ত বৃষ্টিতে মালয়েশিয়ার জহুর রাজ্য বন্যাকবলিত! অতিরিক্ত বৃষ্টির ফলে মালয়েশিয়ার জহুর রাজ্যে বন্যার ৫ম দিন চলছে। বন্যাকবলিত হচ্ছেন অনেক মানুষ। এ অবস্থায় অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্র হিসাবে খোলা হয়েছে বন্যাকবলিত এলাকার প্রধান মসজিদগুলো। জোহর ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরেদ মোহম্মদ খালিদ গণমাধ্যমে বলেন, প্রাকৃতিক দূর্যোগের দূর্ভোগ কাটিয়ে উঠতে মসজিদ গুলোকে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারনের দূর্ভোগ কমাতে এবং তাদের সাহায্য করতে এই আকস্মিক পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদ গুলোকে অস্থায়ী বন্যা ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। যাতে দ্রুত বন্যার্ত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেয়া যায়। জহুরে অব্যহত আছে বৃষ্টি, বন্যার পঞ্চম দিনে আজও বাড়তে থাকে বন্যার্তের সংখ্যা। বৃষ্টিতে আটকে পরেছে স্থানীয়, প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী নাগরিক।
মালয় মেইলের এক জরিপে জানা যায় আজ শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের ৯ হাজার ২৫৩টি পরিবারের মোট ৩২ হাজার ৭১৯ জন বন্যার্তদের ২১৮টি অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে।